• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

কার্টি-কিংয়ের সেঞ্চুরিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:৪৬ এএম
কার্টি-কিংয়ের সেঞ্চুরিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
দুই সেঞ্চুরিয়ান কেসি কার্টি ও ব্রান্ডং কিং। ছবি: সংগৃহীত

কেসি কার্টি ও ব্রান্ডন কিংয়ের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয় পেয়ে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

সাবেক এই দুই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ ব্যবধানে সমতা। ফলে শেষ ম্যাচটি হয় উঠে অঘোষিত ‍‍‘ফাইনাল‍‍’। 

বুধবার রাতে ব্রিজটাউনের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান করে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৪২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কিং ১০২ রান করেন। আর কার্টি অপরাজিত থাকেন ১২৮ রানে। ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট ৭৪ ও স্যাম কারেন ৪০ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ট ৩৫ রানে ৩টি উইকেট লাভ করেন। তিনি মোট ৮টি উইকেট নিয়ে সিরিজসেরাও হন।

Link copied!