• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্রোয়েশিয়া নাকি স্পেন: নেশন্স লিগের শিরোপা পাবে কে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১২:২১ পিএম
ক্রোয়েশিয়া নাকি স্পেন: নেশন্স লিগের শিরোপা পাবে কে?

নেশন্স লিগের ফাইনালে উঠেছে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ছিটকে পড়া দুই শক্তিশালী দল ক্রোয়েশিয়া ও স্পেন। আজ রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শিরোপা পাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দু‍‍`দল।

ক্রোয়েশিয়ার সামনে এবারই প্রথম মেজর ট্রফির হাতছানি। অবশ্য ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা। তবে শক্তিশালী ফ্রান্স তাদের প্রতিপক্ষ হওয়ায় একপ্রকার নিশ্চিত ছিল শিরোপা ফ্রেঞ্চরাই দখল করবে। হলোও তাই।

অন্যদিকে, স্পেনের অতীতে আছে ফাইনালে হারার দগদগে ক্ষত। গত আসরের ফাইনালে তারা ফ্রান্সের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে শিরোপা হারিয়েছে। 

দু‍‍`দল এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে নেমেছে ৯ বার। যেখানে জয়ের দিক থেকে এগিয়ে আছে স্পেন। তারা জয় পেয়েছে ৫ ম্যাচে। ক্রোয়েটদের জয় ৩ ম্যাচে, বাকি ম্যাচটি ড্র হয়েছে। দুই বছর আগে শেষবার মুখোমুখি হয় ক্রোয়েশিয়া-স্পেন। ইউরোর সেরার লড়াইয়ের সে ম্যাচে স্প্যানিশদের কাছে ৫-৩ গোলে হারে লুকা মদ্রিচরা।

উয়েফা নেশন্স লিগের এটা তৃতীয় ফাইনাল। ২০১৯ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালে স্পেনকে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। তৃতীয় শিরোপা কার দখলে যাবে, ক্রোয়েশিয়া নাকি ফ্রান্স?

Link copied!