• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ইউরো থেকে বিদায়ের হতাশা এখনো কাটেনি রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০১:৫৭ পিএম
ইউরো থেকে বিদায়ের হতাশা এখনো কাটেনি রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

চলতি ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে পর্তুগাল বিদায় নিয়েছে তিন দিন আগেই।  তবে এখনো হতাশা কাটেনি দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। 

ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‍‍‘এতো দ্রুত বিদায় নিতে হবে ভাবিনি। আমাদের আরও এগিয়ে যাওয়া দরকার ছিল। আমাদের চেষ্টার কমতি ছিল না। তবুও হেরে যেতে হয়েছে। ভবিষ্যতে আমরা এভাবেই খেলে যাবো। ভালো খেলে যাবো। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাবো।‍‍’ 

পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী ও বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবের খেলোয়াড় রোনালদো তার ইউরোর ক্যারিয়ার শেষ করে ফেলেছেন এবারের আসর দিয়েই। 

Link copied!