সিলেটে অনুশীলনের সময় আহত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টরা জানান, আহত মোসাদ্দেককে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে ঠিক কী ধরনের ইনজুরিতে পড়েছেন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।
জানা যায়, একটি বল তার ঊরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বলেন, “বর্তমানে ‘এ’ দলের অনুশীলন চলছে সিলেটের মাঠে। বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।