• ঢাকা
  • শনিবার, ০১ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জ্বিলকদ ১৪৪৫
বিপিএল

জার্সিতে ‘স্টার’ বাড়াতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৫:১৬ পিএম
জার্সিতে ‘স্টার’ বাড়াতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ছবি: সৌরভ কুমার দাস

আর মাত্র কয়েকদিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরের। তার আগে দলগুলো ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপএলের সর্বশেষ আসরেও বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লার দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামার আগে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রত্যেক টুর্নামেন্টে দলগুলো তাদের জার্সিতে লোগোর উপর শিরোপার সমান স্টার বা তারা ব্যবহার করে। যেমন কুমিল্লা তিনবার শিরোপা জেতায় তাদের জার্সিতে জ্বলজ্বল করছে তিনটি স্টার। মোসাদ্দেকের আশা, এবার আরও একটি স্টার বাড়াতে পারবেন তারা।

মোসাদ্দেক বলেন, “আমাদের দলের সবার আশা আরেকটা স্টার বাড়ানোর। সুতরাং ঐ দিক থেকে তো একটা মানসিক প্রেশার আছেই, আরেকটা স্টার যদি বাড়াতে চান তাহলে সে জায়গাতে অবশ্যই একটু অতিরিক্ত প্রচেষ্টা করা লাগবে।”

স্টার বাড়াতে মানসিক পেশার থাকলেও তার জন্য দল প্রস্তুত বলেও জানিয়েছেন মোসাদ্দেক। বাকিটা মাঠে খেলেই অর্জন করতে চান।

“আমরা সবাই মোটামুটি সেটার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। বাকিটা মাঠে খেলে আমরা চেষ্টা করব” যোগ করেন কুমিল্লার এই অলরাউন্ডার।

প্রতিবারের মতো এবারও তারকায় ভর্তি কুমিল্লা। লিটন দাস, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমানদের মতো দেশীয় তারকা খেলোয়াড় রয়েছে দলটিতে। এছাড়া বিদেশীদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হাসান আলিদের মতো তারকারাও এবার বিপিএল মাতাবেন বরিশালের জার্সিতে।

Link copied!