• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সুদানের সঙ্গে ১টি ড্র ও ১টি হারে কোচ অখুশি নন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৩:৪৯ পিএম
সুদানের সঙ্গে ১টি ড্র ও ১টি হারে কোচ অখুশি নন
সৌদি আরবে বাংলাদেশ ফুটবল দল। এখানেই সুদানের সঙ্গে অনুশীলন ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আফ্রিকান দেশ সুদানের সঙ্গে সৌদি আরবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমটি গোলশূন্য ড্রয়ের পর বুধবার রাতে দ্বিতীয়টিতে ০-৩ গোলে হেরে গেছে বাংলাদেশ। 

শক্তিতে অনেক এগিয়ে থাকা সুদানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের পারফরম্যান্সকে ইতিবাচকই দেখছেন।

ম্যাচের পর বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা আরেকটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললাম শক্তিশালী সুদানের বিপক্ষে। এ ম্যাচেও আমাদের ছেলেরা ভালো লড়াই করেছে। ফিজিক্যালি সুদান ও ফিলিস্তিন কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলার অভিজ্ঞতা কাজ দেবে ফিলিস্তিন ম্যাচে।’

আগের ম্যাচ গোলশূন্য, এ ম্যাচে ৩-০ গোলের হার। তারপরও খেলোয়াড়দের মধ্যে উন্নতি দেখছেন কোচ, ‘এখানে (সৌদি আরব) যখন আসি, তার চেয়ে এখন ভালো অবস্থানে আছে দল।’

বাংলাদেশ দল ১৭ মার্চ সৌদি আরব থেকে কুয়েত চলে যাবে। কুয়েতে সিটিতে ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি খেলবে। দুই দলের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে অনুশীলন করতে ২ মার্চ সৌদি আরব গেছে জাতীয় ফুটবল দল।
 

Link copied!