• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

১০ জনের গানারদের হারাতে ব্যর্থ সিটিজেনরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৩২ এএম
১০ জনের গানারদের হারাতে ব্যর্থ সিটিজেনরা
শুরুতে গোল করেও দলকে জেতাতে পারেননি হালান্ড। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের কঠিন এক ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। 

রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে গানাররা ১০ জন নিয়ে প্রায় হারিয়ে দিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যদের। শুধু ভাগ্যের জোরে হার থেকে রক্ষা পায় ইংল্যান্ডের জনপ্রিয় ও শক্তিশালী দল ম্যানসিটি। 

তবে ম্যাচ ড্র করলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে রয়েছে ম্যানসিটি। 

ম্যাচের শুরু থেকে ম্যানসিটি দারুণভাবে আক্রমণ করে খেলতে থাকে। মাত্র ৯ মিনিটের সময় নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড গোল করে দলকে এগিয়ে দেন। এটা দলের ‘গোলমেশিন’ নামে পরিচিত হালান্ডের শততম গোল। তবে ২২ মিনিটে কালাফিয়োরির গোলে সমতা আনে আর্সেনাল। প্রথমার্ধের শেষ মুহূর্তে মাগালহায়েস গোল করে গানারদের এগিয়ে দেন। নিশ্চিতভাবে হারের আশঙ্কায় পড়ে সিটিজেনরা। 

৯০ মিনিটে ২-১ গোলে এগিয়ে ছিল ১০ জনের দল আর্সেনাল। অবশ্য ভাগ্য অনেকটাই সিটির অনুকূলে চলে আসে। ম্যাচের ইনজুরি সময়ে স্টোনস গোল করলে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায়। আর চমৎকার একটি জয় পাওয়া থেকে বঞ্চিত হয় আর্সেনাল। 

Link copied!