• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিটির জয়ের রাতে চেলসির হোঁচট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১১:২১ এএম
সিটির জয়ের রাতে চেলসির হোঁচট
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই গোলের দেখা পান না আর্লিং হালান্ড। ম্যাচের হিসেব করলে তিন ম্যাচ পর  গোল করলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ঘরের মাঠে হালান্ডের হ্যাটট্রিকে ফুলহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। ম্যাচের অপর দুইটি গোল করেন হুলিয়ান আলভারেজ ও নাথান একে। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে সব কয়টি জয় নিয়ে শীর্ষে রয়েছে সিটি।

গ্রীষ্মের মৌসুমে ১০ জন নতুন খেলোয়াড়কে দলে নিয়েছে চেলসি। তারা এবারের দলবদলের বাজারে সবচেয়ে বেশি টাকা ঢেলে আলোচনায় জন্ম দিয়েছে। কিন্তু মাঠের খেলায় তাদের পারফরম্যান্স উল্টো। শনিবার (২ সেপ্টেম্বর) নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে আবারও হোঁচট খেয়েছে মরিসিও পচেত্তিনোর দল। এটি চেলসির চার ম্যাচে দ্বিতীয় হার।

ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির হয়ে ডেড লক ভাঙেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। ৩১ মিনিটে হলান্ডের সহায়তায় গোল করেন এই আর্জেন্টাইন। এর দুই মিনিট পরেই টিম রিয়ামের গোলে সমতায় ফেরে ফুলহাম। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ফিল ফোডেনের সহায়তায় সিটিকে ২-১ গোলের লিড এনে দেন একে।

ম্যাচে দ্বিতীয়ার্ধে হলান্ডের অধিপত্য চলে। এই  অর্ধে করেন তিন গোল। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন এই নরওয়েজিয়ান।  আর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেজ পেনাল্টি আদায় করলে। স্পট কিক থেকে সিটিকে ৪-১ গোলে এগিয়ে দিতে ভুল করেননি হাল্যান্ড।

এই গোলেই প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ডে নাম লেখান হলান্ড। মাত্র ৩৯ ম্যাচেই প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান (৪১ গোল, ৯ অ্যাসিস্ট) রাখেন নরওয়েজীয় এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এত দ্রুত এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল অ্যান্ড্রু কোলের ৪৩ ম্যাচে ৫০ গোলে অবদান। ম্যাচের যোগ করা সময়ের সিটির পঞ্চম গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

অপর ম্যাচে স্টামফোর্ড ব্রিজে কোনো গোলের দেখা পায়নি চেলসি। নটিংহাম ফরেস্টের বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা ৪৮ মিনিটে গোল করেন। নটিংহামের এই এক গোল শোধ দিতে পারেনি চেলসি। ম্যাচও অবশ্য এই এক গোলেই শেষ হয়। এ নিয়ে চলতি মৌসুমে চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে চেলসি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পচেত্তিনোর দলের অবস্থান ১১ নম্বরে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!