• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬
টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলে পরিবর্তন আসছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৩:৪৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলে পরিবর্তন আসছে
ভারতীয় দল। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই হেরে বসে বাংলাদেশ দল। ভারত সফরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি টাইগাররা।

বুধবার ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

এবারের সফরে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের অভিজ্ঞতা তিক্ত হলেও দিল্লির এ স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বলছে। পরিসংখ্যান বলছে, এ মাঠে কখনো হারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র ১ ম্যাচে। সেটা দিল্লির এ মাঠেই।

এছাড়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই আলোচিত টাইমড আউটের ম্যাচটাও হয়েছিল অরুণ জেটলিতে। সে ম্যাচেও জয়ী দল ছিল বাংলাদেশ।

অন্যদিকে এই মাঠকে অপয়া ভাবতেই পারে স্বাগতিক ভারত। এখানে তিনটি টি-টোয়েন্টি খেলেছে তারা, দুটিতেই হেরেছে। বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালের ৩ নভেম্বরের ম্যাচটি বাদে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১১ রান করেও হেরেছিল ঋষভ পন্তের দল।

এমন পরিসংখ্যান সামনে নিয়ে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা। এমন ম্যাচে ভারতের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এ দুজনের পরিবর্তে আজ একাদশে জায়গা পেতে পারেন তিলক ভার্মা ও হারশিত রানা। তিলক ভারতের জার্সিতে এর আগে ১৬টি ম্যাচ খেললেও হারশিতের জন্য এটাই হতে পারে অভিষেক ম্যাচ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, মায়াঙ্ক যাদবের ওয়ার্কলোড কমাতে বিশ্রাম দিতে দেবে ভারত, তার জায়গাতেই খেলানো হবে ২২ বছর বয়সী পেসার হারশিতকে।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক ভার্মা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, আর্শদ্বীপ সিং, হারশিত রানা।

Link copied!