• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

ডর্টমুন্ডের সর্বনাশের দিনে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০১:২২ পিএম
ডর্টমুন্ডের সর্বনাশের দিনে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

সবকিছুই চলছিল ঠিকঠাকই। চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র ১ ম্যাচ দূরে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে সব হিসেব-নিকেশ পাল্টে গেল। শেষ ম্যাচে তাদের দরকার ছিল জয়। কিন্তু দুর্ভাগ্য দলটির। মেইঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। ফলে হাতছাড়া হয় বুন্দেসলিগা শিরোপা।

১১ বছর পর জার্মান বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে ছিল ডর্টমুন্ড। তবে ম্যাচ ড্র করে ২ পয়েন্ট হারিয়ে বসে তারা। তাই শিরোপার স্বপ্নও তাদের শেষ হয়ে যায়।

ডর্টমুন্ডের সর্বনাশে একপ্রকার পৌষমাসই যেন বলা চলে বায়ার্ন মিউনিখের। ডর্টমুন্ডের ড্রয়ে তাদের সামনে খুলে যায় শিরোপা জয়ের দুয়ার। তাদের সামনেও সমীকরণ ছিল শিরোপা জিতলে শেষ ম্যাচে পেতে হবে জয়। তারা ভুল করেনি। এফসি কোলোনের মাঠে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে ১১তম শিরোপা জয় করেছে তারা।

অন্যান্য লিগে ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেলেও বুন্দেসলিগা এবার ছিল চরম উত্তেজনাকর। শিরোপাধারীদের পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত।  

Link copied!