• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বাফুফের নিলামে হঠাৎ হট্টগোল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৫:৫৬ পিএম
বাফুফের নিলামে হঠাৎ হট্টগোল
ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে ইতিহাস তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলারদের বিক্রির জন্য নিলামের আয়োজন করে। শনিবার (২৬ আগস্ট) এই নিলামে বাফুফের এলিট একাডেমির ১০ ফুটবলারকে তোলা হয়। নিলামের শুরুর পর থেকে সব ঠিক মতোই চলছিল। কিন্তু হঠাৎ ষষ্ঠ খেলোয়াড় আজিজুল হক অনন্তর বিডিংয়ের সময় হট্টগোল শুরু হয়ে যায়।

এই নিলামে ফুটবলার আজিজুলের ভিত্তি মূল্য ছিল ৫ লাখ টাকা। তার বিট শুরু হলে ব্রাদার্স ইউনিয়ন তাকে দলে নেওয়ার জন্য বিট করেন। অন্যদিকে তাকে দলে নিতে আর কোনো দল বিট না করলে নিলামের উপস্থাপক সোল্ড ঘোষণা দিয়ে দেন।

এরপরেই শুরু হয়ে যায় হট্টগোল। মোহামেডান দাবি করেন অনন্তকে  তারাও বিট করেছিল কিন্তু উপস্থাপকের দৃষ্টি এড়িয়ে গেছে। এই হট্টগোলের জন্য নিলাম প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে বাফুফের কর্তাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ আসে।

এরপর পুনরায় নিলামে তোলা হয় অনন্তকে। নতুন করে বিট শুরু হলে ব্রাদার্স এবং মোহামেডান ছাড়া আর কোনো ক্লাব বিট করেনি এই ফুটবলারকে। শেষ পর্যন্ত দুই ক্লাবের লড়াইয়ে ১০ লাখ টাকায় অনন্তকে দলে ভিরায় ব্রাদার্স।

Link copied!