• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, ৮ রমাজান ১৪৪৫

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ১২:০৭ পিএম
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

২০২৩ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বর্তমানে আর্জেন্টিনায় চলছে। ২৪টি দেশ ট্রফির জন্য ঐতিহ্যবাহী শক্তি ইংল্যান্ড, ইতালি, ব্রাজিল এবং বাকি ফেভারিটদের মধ্যে স্বাগতিকদের সাথে লড়াই শুরু করেছে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ফ্রান্স।

শিরোপার যাত্রা শুরু হয়েছিল গ্রুপ পর্ব দিয়ে। যেখানে ১৬টি দল নকআউট লড়াইয়ের জন্য এগিয়ে যায়। রাউন্ড অফ ১৬, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনালের ম্যাচ প্রয়োজনে অতিরিক্ত সময়ে যাবে এবং ৯০ মিনিট পর টাই হলে পেনাল্টি কিক হবে।

আজ (৩১ মে) হাই ভোল্টেজ ম্যাচ আছে ব্রাজিল ও আর্জেন্টিনার। যদিও তারা আলাদা আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হবে। ব্রাজিল মুখোমুখি হবে  তিউনিসিয়ার ও  আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার।   

বিশ্বকাপের রাউন্ড অফ ১৬
মঙ্গলবার, ৩০ মে, যুক্তরাষ্ট্র বনাম নিউজিল্যান্ড (যুক্তরাষ্ট্র জয়ী)
মঙ্গলবার, ৩০ মে, উজবেকিস্তান বনাম ইসরাইল (ইসরাইল জয়ী)
বুধবার, ৩১ মে, ব্রাজিল বনাম তিউনিসিয়া
বুধবার, ৩১ মে, কলম্বিয়া বনাম  স্লোভাকিয়া
বুধবার, ৩১ মে, ইংল্যান্ড বনাম  ইতালি
বুধবার, ৩১ মে, আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া
বৃহষ্পতিবার, ১ জুন, গাম্বিয়া বনাম উরুগুয়ে
বৃহষ্পতিবার, ১ জুন, ইকুয়েডর বনাম দক্ষিণ কোরিয়া

Link copied!