• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ফিফার জরিমানার কবলে বাফুফে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৮:১৪ পিএম
ফিফার জরিমানার কবলে বাফুফে

বেশ নাটকীয়তায় শেষ হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোচ জেমি ডের মধ্যকার সম্পর্ক। তিক্ত সেই সম্পর্ক ছেদের পর জেমি ডের পারিশ্রমিক দিতেও করেছে টালবাহানা। এরই জেরে বাফুফেকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাফুফেকে জরিমানা করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডের সাথে বাফুফের চুক্তির মেয়াদ ছিল। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তাকে বিদায় করে নতুন কোচের শরণাপন্ন হয় বাংলাদেশ। চুক্তির মেয়াদ থাকলেও ডের পাওনা পরিশোধ করেনি বাফুফে।

ফলে বাধ্য হয়েই ফিফার কাছে নালিশ জানান। সেই রায় এবার গিয়েছে জেমি ডের পক্ষে। তবে ঠিক কি পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা এখনো জানা যায়নি। বাফুফে কিংবা জেমি ডের কেউ এই ব্যাপারে কথা বলেননি।

বিষয়টি নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “জেমির বেতনাদি বিষয়ে আমরা ফিফার কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। এই বিষয়ে আমাদের লিগ্যাল বিভাগ কাজ করছে। আপিল বা পরবর্তী বিষয়ে তারা পদক্ষেপ নেবে।”

কোচ ইস্যুতে বাফুফের জরিমানা দেওয়া নতুন কিছু নয়৷ এর আগে ডাচ সহকারী কোচ রেনে কোস্টারকেও চুক্তির অর্থ না দেওয়ায় জরিমানা দিতে হয়েছিল।

Link copied!