• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিসিবির কিউরেটর দুর্ঘটনায় মারাত্মক আহত, স্ত্রীর ঘটনাস্থলে মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১১:৪৩ এএম
বিসিবির কিউরেটর দুর্ঘটনায় মারাত্মক আহত, স্ত্রীর ঘটনাস্থলে মৃত্যু

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিনগানিকর ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছেন। তবে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

২০১৮ সালে প্রবীণকে নিয়োগ দেয় বিসিবি। সেই থেকেই তিনি চট্টগ্রামে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কয়েকদিন আগেই ছুটিতে ভারত ফিরে যান তিনি। 

গত কাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে পুনে থেকে নাগপুরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রবীণ। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক স্থানে কন্টেইনারের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। ঘটনাস্থলে তাঁর স্ত্রী সুবর্না (৫৩) মারা গেছেন। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, "আজ (মঙ্গলবার) একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তার স্ত্রী (সুবর্না) ঘটনাস্থলেই মারা গেছেন। শশাঙ্ক মনোহরের (আইসিসির সাবেক সভাপতি) সঙ্গে কথা হয়েছে আমার। তাদের দুজনের বাড়িই নাগপুরে। নাগপুরের ৩০০ কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনা ঘটেছে।’"

Link copied!