ধর্ষনের অভিযোগে সন্দ্বীপ লামিচানেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। তার প্রায় চার মাস পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন এই লেগ স্পিনার।
আর এতে করে ঘরের মাঠে বিশ্বকাপ লিগ ২ এর ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে আর কোনো বাঁধা রইলো না লামিচানের সামনে।
তবে ঘরের মাঠে সিরিজ বলেই লামিচানেকে খেলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপাল ক্রিকেট বোর্ডের মহাব্যবস্থাপক ব্রিট্যান্ট খানাল। বিদেশে সফর করতে হলে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলেও মনে করিয়ে দেন তিনি।
ব্রিট্যান্ট খানাল বলেন, “আদালতের নির্ধারিত সীমাবদ্ধতাকে আমরা সম্মান জানাই। সে যদি বিদেশ সফর করতো তবে তার বিদেশ সফরের বিষয়টি নির্ভর করতো আদালতের সিদ্ধান্তের ওপর।”
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার গ্রেপ্তার হন লামিচানে। এরপর জরুরী সভা ডেকে তাকে বরখাস্ত করে নেপাল ক্রিকেট।
বর্তমানে ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা দিয়ে জামিনে রয়েছেন লামিচানে। তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে দেশ ত্যাগ করতে পারবেন না তিনি।