ভারতের উইকেটকিপার কাম ব্যাটার দিনেশ কার্তিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজেদের দলকে এগিয়ে রেখেছেন। মাঝেমধ্যে জাতীয় দলে খেলেন, আবার বাদ পড়েন কার্তিক। তার চেয়ে কার্যকর উইকেটকিপার কাম ব্যাটার থাকায় কখনোই জাতীয় দলে সেভাবে খেলা হয়নি তার।
এবার তিনি বাংলাদেশের ভারত সফরের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে মন্তব্য করেছেন। কার্তিক বলেছেন, ‘বাংলাদেশ হয়তো পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে, কিন্তু ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে পারবে না। ভারতের মাটিতে বাংলাদেশ ভালো খেলতে পারবে না।’
দিনেশ কার্তিক তিনি বলেন, ‘ভারত কিছুটা পেস সহায়ক পিচে বাংলাদেশের বিপক্ষে ভালো করবে, যেটা পরবর্তীতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে কাজে লাগবে।’
কার্তিক বাংলাদেশকে জড়িয়ে এমন কথা যখন বললেন, তখন পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। যেখানে বাংলাদেশ এর আগে কখনো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতেনি। এবার একসঙ্গে দুই জয় পেল।
ভারতের বিপক্ষে অবশ্য বাংলাদেশ কখনো টেস্ট জয় পায়নি। ১৩ টেস্টে ১১টিতে পরাজয় আর ২টি ড্র করেছে বাংলাদেশ।