নিয়ম রক্ষার ম্যাচে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া ভারত। এরইমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করবে ভারত।
ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ভারত। বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়া-জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ রয়েছে বিশ্রামে। মোহাম্মদ সামিকে দলে রাখা হয়েছে। এছাড়া ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তিলক ভার্মার।
পরিবর্তন এসছে বাংলাদেশ দলেও। দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। এছাড়াও পেসার তানজিম হাসান সাকিবের বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে এই ম্যাচে।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত দল:
রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।