• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল, সন্ধ্যায় অনুশীলন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:৩১ পিএম
দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল, সন্ধ্যায় অনুশীলন
নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুশীলনে নেমে পড়বে দলটি।

বুধবারই প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে গত অক্টোবরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফিরবে মেয়েরা। দ্বিতীয় প্রীতি ম্যাচ ২ মার্চ।

ম্যাচের আগে দুবাইয়ের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মত হওয়ায় মানিয়ে নেওয়ায় ক্ষেত্রে সমস্যা দেখছেন না গোলরক্ষক কোচ মাসুদ আহম্মাদ উজ্জ্বল।

মাসুদ আহম্মাদ উজ্জ্বল বলেন, “এখানকার কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। মানিয়ে নেওয়াটা কঠিন হবে না। মেয়েরা সবাই সুস্থ ও হাসিখুশি আছে। আশা করি, কন্ডিশনের প্রভাব তাদের খেলায় পড়বে না।”

এদিকে ‘বিদ্রোহী’ ১৮ জনকে ছাড়াই দুবাই মিশনে গেছে বাংলাদেশ। এই প্রথম সিনিয়র টিমের নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার।

Link copied!