• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বাংলাদেশকে মনে হয়েছে আমার দ্বিতীয় দেশ : আর্জেন্টাইন সাংবাদিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:৪৪ পিএম
বাংলাদেশকে মনে হয়েছে আমার দ্বিতীয় দেশ : আর্জেন্টাইন সাংবাদিক

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে বাংলাদেশের উন্মাদনা নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই এই উন্মাদনা ছড়ায় সবচেয়ে বেশি। প্রতি বিশ্বকাপ আসরেই দেশের মানুষ পছন্দের ক্ষেত্রে দুই দলে ভাগ হয়ে যায়। এবার বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা পৌঁছে গেছে স্বয়ং লাতিন আমেরিকার দেশটিতেই। এবার বাংলাদেশে এসেছেন আর্জেন্টাইন সাংবাদিক সান্তিয়াগো মোন্তাগ। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি এই ভালোবাসা দেখেই তিনি কাতার বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছেন।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সংবাদ প্রকাশের অফিসে আসেন আর্জেন্টাইন সাংবাদিক সান্তিয়াগো মোন্তাগ। একান্ত সান্তিয়াগো বলেন, “বাংলাদেশের প্রতি আগ্রহ আমার আগেও ছিল। এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে এখানে এলাম। একবারও মনে হয়নি আমি আর্জেন্টিনায় নেই। মানুষের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে এটা আমার দ্বিতীয় দেশ। সবাই আমাকেও খুব চমৎকারভাবে গ্রহণ করে নিয়েছে।”

ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসিদের হাতে উঠেছে তাদের তৃতীয় শিরোপা। সান্তিয়াগো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে ফাইনাল ম্যাচ দেখেছেন। তিনি জানান, তার কাছে মনেই হয়নি তিনি আর্জেন্টিনায় নেই।

এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি উচ্ছ্বাসের কথা। সেখানকার গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি। 

Link copied!