পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রদবদল হয়েছে বেশ কয়েকদিন আগে। চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছেন রমিজ রাজ। এবার সেই পরিণতি হতে পারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমেরও।
বেশ অনেকদিন ধরেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব দ্রুতই অধিনায়কত্ব হারাতে চলেছেন বাবর।
টেস্ট ও ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে শান মাসুদকে বিবেচনা করছে পিসিবি। যাকে ইতিমধ্যে ওয়ানডে ও টেস্টের সহ-অধিনায়ক করা হয়েছে। তবে আপাতত হয়তো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টিকে যেতে পারেন বাবর।
অধিনায়ক হিসেবে সাম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না বাবরের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে যাচ্ছেতাই অবস্থা। শেষ আট ম্যাচে চারটি ড্রর বিপরীতে আছে চারটি হার, নেই কোনো জয়।
এর আগে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচকমণ্ডলীতেও পরিবর্তন এনেছেন নিজাম শেঠি। শাহিদ আফ্রিদিকে করা হয়েছে প্রধান নির্বাচক, যিনি একাদশ নির্বাচনেও প্রভাব রাখতে পারবেন।
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। টেস্ট সিরিজ ড্র-র পর ওয়ানডে সিরিজও এখন পর্যন্ত ড্র রয়েছে। আজ সিরিজ নির্ধারনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান।