• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

তিন ফিফটিতে ইংলিশদের বিপক্ষে জয় অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৭:৩৫ পিএম
তিন ফিফটিতে ইংলিশদের বিপক্ষে জয় অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে বাকিদের ব্যর্থতার দিনে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ইংলিশদের দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্মিথ-ওয়ার্নার-হেডের ফিফটিতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে গেছে অজিরা।

টস হেরে অ্যাডিলেডে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে ইংলিশরা। দলীয় ৬৬ রানের মধ্যেই ফিরে যান ফিল সল্ট, জেসন রয়, জেমস ভিন্স ও স্যাম বিলিংস।

বাকিদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে একপ্রান্ত আগলে রাখছিলেন মালান। ষষ্ট উইকেট জুটিতে অধিনায়ক জস বাটলারকে নিয়ে প্রাথমিক চাপ সামাল দিয়েছিলেন তিনি।

তবে দলীয় ১১৮ রানে বাটলার ফিরে গেলে ভাঙে তাদের ৫২ রানের জুটি। এরপর কিছু ছোট ছোট জুটি গড়ে উঠলেও কেউই মালানকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

তবে অন্যরা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলএ রেখে মালান তুলেন নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১২ চার ও চার ছক্কায় তার ১২৮ বলে ১৩৪ রানের ইনিংসে শেষ [পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৮৭ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। শেষ দিকে ডেভিড উইলি অবশ্য ৩৪ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অ্যারণ ফিঞ্চ অবসর নেওয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সঙ্গী হয়ে এদিন ওপেনিং করতে নেমেছিলে ট্রাভিস হেড।

দু’জনের ওপেনিং জুটিতে উড়ন্ত শুরু পায় অজিরা। মোটামুটি দু’জনেই ম্যাচের ফল কিছুটা লিখে ফেলেন। দলীয় ১৪৭ রানে ব্যক্তিগত ৬৯ রানে হেড আউট হলে ভাঙে তাদের ওপেনিং জুটি।

তিন নম্বরে নামা স্টিভেন স্মিথকে নিয়ে আবারও নতুন জুটি গড়ায় মনোযোগ দেন ওয়ার্নার। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ওয়ার্নার এদিন সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাত্র ১৪ রানের জন্য!

দলীয় ২০০ রানে ব্যক্তিগত ৮৬ রানে আউট হয়ে ফেরেন ওয়ার্নার। দ্রুত সময়ের মধ্যে মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি বিদায় নিলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন স্মিথ।

শেষ পর্যন্ত ৯ চার ও এক ছক্কায় ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিন ওভার এক বল বাকি থাকতেই অজিদের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। শেষ জুটিতে তার সঙ্গে ২০ রানের ইনিংসে অপরাজিত ছিলেন ক্যামেরুন গ্রিন।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০  ব্যবধান এগিয়ে গেলো স্বাগতিকরা। শনিবার (১৯ নভেম্বর) সিডনিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ইংলিশদের।।

Link copied!