• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে শুভসূচনা অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:২৮ পিএম
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে শুভসূচনা অস্ট্রেলিয়ার
উইকেট লাভের পর অস্ট্রেলিয়ার বার্টলেটকে ঘিরে অজি সতীর্থরা । ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে হেরে যায়। তবে টি-টোয়েন্টি সিরিজে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ঠিকই জয় দিয়ে সিরিজ শুরু করেছে অজিরা।

বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা, ৭ ওভারের বা মাত্র ৪২ বলের লড়াই। ধুমধারাক্কা ব্যাটিং ছাড়া জেতার উপায় নেই। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন অস্ট্রেলিয়ার কাছে।

৯৪ রানের বড় স্কোর তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রিজওয়ানের দল। ১৬ রানে ৫টি আর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত টেনেটুনে গেছে ৬৪ রান পর্যন্ত, ৯ উইকেট হারিয়ে।

ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

রান তাড়ায় নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রিজওয়ান, বাবর আজম, আঘা সালমানরা। প্রথম ছয় ব্যাটারের কেউ দুই অংকও ছুঁতে পারেননি। রিজওয়ান ০ আর বাবর করেন মাত্র ৩ রান।

শেষদিকে হাসিবুল্লাহ খান ৮ বলে ১২, শাহিন শাহ আফ্রিদি ৬ বলে ১১ আর আব্বাস আফ্রিদি ১০ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলে পাকিস্তানের লজ্জা কিছুটা কমিয়েছেন।

অস্ট্রেলিয়ার জাভিয়ার বার্টলেট ১৩ আর নাথান এলিস ৯ রান খরচ করে নেন তিনটি করে উইকেট। শেষ ওভারের শেষ দুই বলে ২ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৭ ওভারে তুলেছিল ৪ উইকেটে ৯৩ রান।

টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা তারা ভালোই করে। দুই ওপেনারকে দাঁড়াতে দেয়নি। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ৯ আর ম্যাথু শর্ট ফেরেন ৭ রান করে।

তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। ১৯ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার। টিম ডেভিড করেন ৮ বলে ১০।

শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। অস্ট্রেলিয়াও পায় চ্যালেঞ্জিং সংগ্রহ।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৯ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার নাসিম শাহ আর হারিস রউফের।

১৬ নভেম্বর সিডনিতে এবং ১৮ নভেম্বর হোবার্টে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Link copied!