নভেম্বর মাসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হবে বোর্ডার- গাভাস্কার টেস্ট ক্রিকেট সিরিজ। এই ট্রফি শুরুর বেশ আগে থেকেই দুই দলের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে।
তবে একটু বেশি বেশি আক্রমণ করে কথা বলছিলেন অজি খেলোয়াড়রা। যাদের মধ্যে রয়েছেন হ্যাজলউড। তবে সেই কথার লড়াই থেকে সরে আসলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
মার্শ বলেন, ‘আমরা মাঠে পরস্পরের বিরুদ্ধে যতই লড়াইয়ে থাকি, মাঠের বাইরে আমরা খুব ঘনিষ্ঠ। দর্শকরা তাকিয়ে আমাদের লড়াই উপভোগ করার জন্য। আমরা চেষ্টা করি মাঠে সেরাটা দিতে। তবে বাইরে আমরা সকলেই বন্ধুর মতো।’
আসন্ন টেস্ট সিরিজে দুই দল পাঁচটি ম্যাচে পরস্পরের মোকাবিলা করবে। যা ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
২০১৪-১৫ সালের পর অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার তাই তারা এবার সিরিজ জিততে বদ্ধপরিকর।