• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মেসিকে নিয়ে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ১২:৫৬ পিএম
মেসিকে নিয়ে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

সামনেই অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে লাতিন দেশটী।

চোট সমস্যার কারণে স্কোয়াডের নিয়মিত বেশ কয়েকজন সদস্যকে দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। আবার ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলা কিছু নতুন খেলোয়াড়ও দলে ভিড়েছেন। তবে সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ম্যাচের আর্জেন্টিনা দল

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (আয়াক্স) ও ওয়ালতার বেনিতেস (পিএসভি)।

ডিফেন্ডার

নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেটিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস),  নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ) ও মার্কোস আকুনিয়া (সেভিয়া)।

মিডফিল্ডার

লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), এনজো ফার্নান্দেস (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেটিস), রদ্রিগো ডি পল (অ্যাথলেতটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড়

লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমেওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা)।

Link copied!