বাংলাদেশে আসছে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৬:২৪ পিএম
বাংলাদেশে আসছে আর্জেন্টিনা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে অংশ নিতে চলতি বছরের মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা জাতীয় কাবাডি দল। এবারের আসরে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেছে্ন কাবাডি ফেডারেশনের যুগ্ন সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

চলতি বছরের ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এর আগের আসরেও আসার কথা থাকলেও শেষ পর্যন্ত স্পন্সর জটিলতায় আসতে পারেনি আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ছাড়াও এবারের আসরে অংশ নেবে চাইনিজ তাইপে, ইংল্যান্ড ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলংকা, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।

এখন পযর্ন্ত দুইবার এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। দুইবার’ই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবারও শিরোপা ধরে লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!