• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

আবারও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো মেসির আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:৩৫ পিএম
আবারও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশকে নিয়ে যেন উন্মাদনার শেষ নেই আর্জেন্টিনাতে। লিওনেল মেসির দলকে নিয়ে বিশ্বকাপে বাংলাদেশি মানুষদের উন্মাদনার খবর প্রচার হয়েছে আর্জেন্টিনার গণমাধ্যমে। এরপর থেকে নানা উপায়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও বিশ্বকাপের পর অধিনায়ক স্বয়ং মেসির মুখেও বাংলাদেশের কথা শোনা গেছে। সবমিলিয়ে দুই দেশের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি হয়েছে।

এবার আরও একবার বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন করলো আর্জেন্টিনা। স্থানীয় ঘরোয়া লিগে খেলা শুরু আগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়েছে। তখন বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননা জানিয়েছেন তারা।

এই ছবি লিগের ফেসবুক আইডিতে পোস্ট করে লেখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

এর আগে আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদযাপনেও বাংলাদেশের পতাকা দেখা গিয়েছে। আর্জেন্টিনার মানুষরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগানও দিয়েছেন। সেটাও পুর বিশ্বে ফলাওভাবে প্রচার হয়েছে।

আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা নতুন কিছু নয়। আর্জেন্টিনার প্রতি এদেশের মানুষের আবেগ দেখে ইতিমধ্যে ৪৫ বছর ধরে বন্ধ থাকা আর্জেন্টাইন অ্যাম্বেসিও চালু হচ্ছে পুনরায়।

বাংলাদেশের মানুষের সমর্থন এবার  বৃথা যায়নি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছেন লিওনেল মেসির দল।

Link copied!