আর্জেন্টাইন অগাস্টিন রসি নাম লেখালেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। এখানে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। বোকা জুনিয়রের গোলরক্ষকের সঙ্গে ক্লাবটির ছয় মাসের চুক্তি বাকি থাকলেও ক্লাবের শার্ট আর পরবেন না তিনি।
রসি ছয় মাসের জন্য মূল দল থেকে আলাদা থাকবেন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে ক্লাবটি । লিওলেন মেসির দেশের গোলরক্ষক হতে যাচ্ছেন পর্তুগিজ তারকার সতীর্থ।
সৌদি ক্লাব কলম্বিয়ান তারকা ডেভিড ওসপিনার চোটের কারণে গোলরক্ষক নিতে চেয়েছিল। কনুই ভাঙ্গায় সেরে উঠতে ওসপিনার বেশ কয়েক মাস লাগবে। ৩০ জুন পর্যন্ত রসিকে ঋণে নিয়োগের জন্য আল-নাসর দেড় মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করবে।
সাম্প্রতিক বছরগুলোতে দলে সেরা হওয়া সত্ত্বেও বোকা জুনিয়র চুক্তির নবায়ন নিয়ে আলোচনার সময় রসির দাবি মেনে নেয়নি। এ কারণেই গোলরক্ষক ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর সঙ্গে একটি প্রাক-চুক্তি স্বাক্ষর করে। বোকায় তার বর্তমান সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথেই তিনি যোগ দেবেন ফ্ল্যামেঙ্গোয়।
তড়িঘড়ি করে ফ্ল্যামেঙ্গোয় চুক্তি করায় রসির ক্লাব খেলোয়াড়ের প্রতি নাখোশ হয়ে প্রকাশ্যেই জানিয়েছিল, তাকে আর মাঠে নামানো হবে না। যেই কথা সেই কাজ। নতুন মৌসুমে ব্রাজিলে পাড়ি দেওয়ার আগে ছয় মাস সৌদিতেই কাটাবেন রসি।