• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

আবার মাঠে আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৩:২৫ পিএম
আবার মাঠে আফ্রিদি

পাকিস্তানের সাবেক গতি তারকা শাহিদ আফ্রিদি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। তাকে ক্রিকেটের ২২ গজে দেখা যাবে না আর-এমনটাই ভেবেছিলেন তার ভক্ত-সমর্থকরা। তবে সুখবর হলো তিনি আবারও ফিরছেন মাঠে।

আগামী ৫ ফেব্রুয়ারি পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে দেখা যাবে আফ্রিদিকে। শুক্রবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করে টুইট পোস্ট করেছে পেশোয়ার জালমি।

তবে এটা কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ না। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে জালমি। এই ম্যাচেই পেশোয়ারের হয়ে মাঠে নামবেন আফ্রিদি।

এদিকে,  আগামী মাসে শুরু হতে যাওয়া পিএসএলের অষ্টম আসরেও পেশোয়ারের হয়ে খেলতে পারেন আফ্রিদি। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ক্রিকেটার এখন ব্যস্ত আছেন শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তার মেয়ের বিয়ের আয়োজন নিয়ে।

Link copied!