• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

অজি দলে আফ্রিকান বংশোদ্ভুত অগার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৫:৩৩ পিএম
অজি দলে আফ্রিকান বংশোদ্ভুত অগার
ওয়েস অগার। ছবি: সংগৃহীত

চলতি সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডগড়া জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের ৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অজিরা ম্যাচটি জিতেছে মাত্র ৪১ বলে (৬.৫ ওভার)। হাতে বাকি ছিল আরও ২৫৯ বল।

অজিদের এই জয়ের অন্যতম নায়ক জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ম্যাচে মাত্র ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সেই ফ্রেজার-ম্যাকগার্ককে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টি-টোয়েন্টি স্কোয়াডে নিয়েছে অস্ট্রেলিয়া। 

মঙ্গলবার পার্থে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে অভিষেক হতে পারে তার।
এদিকে, জস হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে অভিষেক হতে পারে আরেক নতুন ক্রিকেটার জাভিয়ের বার্টলেটের। 

অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে আরও একটি নতুন মুখ। ওয়ানডে দলে অভিষেকের পর এবার টি-টোয়েন্টি দলেও অভিষেকের অপেক্ষায় আছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত বোলার ওয়েস অগার। 
 

Link copied!