• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

আফগানিস্তানের চেয়ে ৯ রান বেশি শান্তর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০১:০৬ পিএম
আফগানিস্তানের চেয়ে ৯ রান বেশি শান্তর!

খুব খারাপ সময় কাটিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট হাসেনি, ভক্ত সমর্থকদের দুয়ো- সবমিলিয়ে বাজে সময়কে নীরবে মেনে নিয়ে নিজেকে একটু একটু করে পরিণত করেছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের কড়া সমালোচনা সত্ত্বেও নির্বাচকরা বারবার আস্থা রেখেছেন এই ওপেনারের প্রতি। এবার সুফল দিতে শুরু করেছেন শান্ত।

কয়েক সিরিজ ধরেই ফর্মের তুঙ্গে আছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। তার ব্যাট যেন প্রতিটি সমালোচনার পাল্টা কড়া জবাব দিচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শান্ত নিজের সামর্থ্যের আবারও প্রমাণ দিলেন। টানা দুই ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। 

প্রথম ইনিংসে বাংলাদেশ সবমিলিয়ে রান তোলে ৩৮২, যার মধ্যে শান্তর অবদান ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২৪ রানের ইনিংস। এই ইনিংসে শান্তর পাশাপাশি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও সেঞ্চুরি আদায় করেন।

এদিকে, আফগানিস্তান প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে থামে শান্তর সমান ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের অবস্থা আরও শোচনীয় ছিল। বাংলাদেশের বিশাল রানের পাহাড় টপকাতে গিয়ে তারা হিমশিম খায়, থেমে যায় মাত্র ১১৫ রানে। 

Link copied!