• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০২:১৭ পিএম
টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে না জেতা আফগানিস্তান তৃতীয় ম্যাচে টস হেরে ইংলিশদের বিপক্ষে ব্যাটিং করবে। রোববার (১৫ অক্টোবর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থ্রি লায়ন্স অধিনায়ক জস বাটলার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আফগানদের বিপক্ষে ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অন্যদিকে আফগানিস্তানের একাদশে একটা পরিবর্তন রয়েছে। নাজিবউল্লাহ জাদরানের বদলে একাদশে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলিখিল। এছড়াও টস হারের পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানান, তিনিও টসে জিতলে বাটলারের পথেই হাঁটতেন। তবে আগে ব্যাট করে ৩০০ রান অথবা এর কাছাকাছি স্কোর দাড় করাতে চান ইংলিশদের বিপক্ষে। যেন তাদের স্পিনারদের কাজটা সহজ হয়ে যায়।

ইংল্যান্ড একাদশ 
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

আফগানিস্তান একাদশ 
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল হক ও ফজলহক ফারুকি।
 

Link copied!