• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফলোঅনে আফগানিস্তান, বাংলাদেশের লিড ২৩৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:২১ পিএম
ফলোঅনে আফগানিস্তান, বাংলাদেশের লিড ২৩৬

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাজিমাৎ করেছে আফগানিস্তান। মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট তুলে নিয়েছে তারা। বাংলাদেশও অবশ্য আফগান দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে দ্রুত। পরের ব্যাটাররাও তাড়াতাড়ি আউট হয়ে ফলোঅনের শঙ্কা জাগায়। শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারেনি সফরকারীরা।

দলীয় মাত্র ১৮ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন কুমার দাস ক্যাচ ধরেন। ৬ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এবাদত হোসেনের বলে আব্দুল মালিক বল তুলে দেন জাকির হাসানকে।

রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদী জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৩৫ রানে রহমতের উইকেটের পতন ঘটে। এই উইকেটের মাধ্যে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত।

দলের ৫১ রানে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী মাত্র ৯ রানে ফেরেন। শরিফুলের বলে মেহেদী মিরাজ ক্যাচ নেন। তবে এরপর নাসির জামাল ও আফসার জাজাই দলের ইনিংস লম্বা করার চেষ্টা করেন। দলের ১১৬ রানে ব্যক্তিগত ৩৫ রানে বিদায় হন নাসির। একই রানে আফসারও বিদায় হলে বিপাকে পড়ে আফগানরা।

দলের বাকি ক্রিকেটারদের কেবল আসা-যাওয়ার মিছিল ছিল। বাকিদের মধ্যে কেবল করিম জানাত ২৩ রান করেন। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। বাংলাদেশের লিড ২৩৬ রানের।

Link copied!