• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সিঙ্গাপুরে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্ব মিশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৫:১৬ পিএম
সিঙ্গাপুরে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্ব মিশন

বাংলাদেশকে গর্বিত করার দায় শুধু ছেলেদের জাতীয় ক্রিকেট দলের নয়। ফুটবলে দেশের মেয়েরা এ দায়িত্ব নিতে যাচ্ছে সামনে দিনে। তারই এক পরীক্ষা সমাগত।  

গোলাম রব্বানী ছোটন ও তার শিষ্যরা পৌঁছে গেছেন সিঙ্গাপুর। এবার তাদের মিশন এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্ব। তাই ফুটবলের মাঝেই ঈদের আনন্দ খুঁজে ফিরেছেন দেশের তরুণ নারী ফুটবলাররা।

বাছাইয়ের ফিকচারে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ দল। আয়োজক সিঙ্গাপুর ছাড়া তৃতীয় প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আগামী ২৬ এপ্রিল এই তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে লাল-সবুজের মেয়েরা। পরের ম্যাচ ৩০ এপ্রিল। দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

কোচ ছোটন গণমাধ্যমকে বলেন, “আমরা ঈদের মধ্যেও অনুশীলন করেছি। অনুশীলন বাতিলের কোনো সুযোগ আমাদের ছিল না। তাই আমরা প্রতিনিয়ত অনুশীলন করে গেছি। বাকি দেখা যাবে মাঠে।” 

Link copied!