একমাত্র জয়ে শেষ আবুধাবির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৫:১৬ পিএম
একমাত্র জয়ে শেষ আবুধাবির

হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে অবশেষে ভিন্ন পথে হাঁটলো আবুধাবি নাইট রাইডার্স। একমাত্র জয়ে আইএল টি-টোয়েন্টি শেষ করলো তারা। তাদের কাছে ৫ উইকেটে হেরে প্লে অফের টিকিট পাওয়ার লাইনে পেছনে পড়লো শারজা ওয়ারিয়ার্স।

আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে শারজা ৯ উইকেটে ১৩০ রান করে। জবাবে ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে এই আসরে নিজেদের প্রথম জয় পায় আবুধাবি। এর আগে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে একমাত্র পয়েন্ট পেয়েছিল তারা। ১০ ম্যাচে ৩ পয়েন্ট আবুধাবির। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে শারজা। সমান পয়েন্ট নিয়ে দুবাই ক্যাপিটালস তাদের ঘাড়ের নিশ্বাস ফেলছে।

ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন টম কোহলার-ক্যাডমোর। এছাড়া কেবল দুই অঙ্কের ঘরে রান করেন এভিন লুইস (২৩) ও ক্রিস বেঞ্জামিন (২৪*)।

আবুধাবির পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন মাতিউল্লাহ খান।

লক্ষ্যে নেমে পল স্টার্লিংকে নিয়ে নবম ওভারে ৮৬ রানের জুটি গড়ে বিদায় নেন জো ক্লার্ক। ৩২ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৪ রান করেন তিনি। আবুধাবির ওপেনার জয়ের ভিত গড়ে দিয়ে যান।

এরপর ৯ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলেও জিততে সমস্যা হয়নি। স্টার্লিং ৩৬ বলে ৩৯ রান করেন। লক্ষ্য থেকে ৪ রান দূরে থাকতে তিনি বিদায় নেন। এছাড়া ব্র্যান্ডন কিংয়ে ২০ রান ছিল উল্লেখযোগ্য।

মুহাম্মদ জাওয়াদউল্লাহ সর্বোচ্চ ৩ উইকেট নেন শারজার পক্ষে।

Link copied!