নেদারল্যান্ডসের বোটিক ফন ডে জান্ডসচুলপ দারুণ এক চমক দেখিয়েছেন চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে। শুক্রবার সকালে বিশ্বের ৭৪ নম্বর এই খেলোয়াড় বিদায় করেছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ও ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজকে। ডাচ খেলোয়াড় ৬-১, ৭-৫ ও ৬-৪ সেটে হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ২৭ বছর বয়সী আলকারাজকে পরাজিত করেন। আলকারাজের কিছুটা মন্দ সময় চলছে। প্যারিস অলিম্পিকের ফাইনালে তিনি সার্ব তারকা, ২৪টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী নোভাক জোকোভিচের কাছে হেরে সোনার পদক থেকে বঞ্চিত হন। এবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন। আলকারাজের আশা ছিল বছরে তৃতীয় গ্রান্ড স্লাম শিরোপা লাভ করা। ফ্রেঞ্চ ওপেনের আগে তিনি উইম্বলডনের শিরোপা জিতেছেন। ম্যাচশেষে আলকারাজ বলেন, `আমি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, তখন অনেক দেরি হয়ে যায়। তবে আমি যে রকম ভুল করেছি, বোটিক ততটা করেননি। ফলে সে জয়লাভ করতে পেরেছে।`
 
                
              
            
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































