স্বপ্ন ছিল, চেষ্টা ছিল এবার আর আগে-ভাগেই আসর থেকে বিদায় নিবেন না। কিন্তু আবারও আন্তর্জাতিক মঞ্চে স্বপ্ন ভাঙলো। বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে।
স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে অনুষ্ঠিত আসরের ৬০ মিটারের হিটে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এক নম্বর স্প্রিন্টার ইমরানুর। তবে সেমিতে নিজের হিটের চেয়ে ০.০৪ সেকেন্ড সময় বেশি নিয়ে বাদ পড়েন এশিয়ান ইনডোরের সাবেক স্বর্ণজয়ী তারকা ইমরানুর।
দেশের অ্যাথলেটিকসে আধিপত্য ধরে রাখলেও আন্তর্জাতিক আসরে সময়টা ভালো যাচ্ছে না ইমরানুরের। ২০২২ সালের বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এবার ফের সেমিতেই থামলো তার স্বপ্নযাত্রা।







































