• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

৬ বলে ৬ ছক্কা, ইতিহাসে নেপালের দীপেন্দ্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৭:০৪ পিএম
৬ বলে ৬ ছক্কা, ইতিহাসে নেপালের দীপেন্দ্র
দীপেন্দ্র সিং আইরি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারার রেকর্ড ছিল কেবল ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরি।

ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে নেপাল। জবাবে কাতার ১৭৮ রান করে। ম্যাচে ৩২ রানে জয় পায় নেপাল।

রেকর্ড গড়ার দিনে ২১ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন দিপেন্দ্র। ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৭টি ছয়ে।

নেপালের এই ব্যাটসম্যানের নামের পাশে আরও একাধিক কীর্তি রয়েছে।

Link copied!