• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কলকাতায় সাকিবের বদলি রয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৫:২৭ পিএম
কলকাতায় সাকিবের বদলি রয়
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের আইপিলে যাওয়া নিয়ে নাটক কম হয়নি। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ভারতে উড়াল দিতে চেয়েছিলেন। তবে বিসিবি কড়া অবস্থানের কারণে দুজনকেই টেস্ট খেলতে হচ্ছে।

এরপর  ব্যক্তিগত ও জাতীয় দলের ব্যস্ততার কারণ দেখিয়ে আইপিএলের চলতি মৌসুম  প্রত্যাহার করে নেন সাকিব। এবার তার বদলি হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স।

বুধবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍য়কে দলে ভেড়ানোর বিষয়ে নিশ্চিত করেছে কলকাতা। এর আগে পুরো আসর না পাওয়ায় সাকিবকে নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছিল কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিতে অনুরোধ রেখেছেন সাকিব।

আগে আসরে অবিক্রিত ছিলেন সাকিব। এরপর এবারের নিলামে সাকিবকে  দেড় কোটি রুপিতে দলে টেনেছিল কলকাতা।  তবে শেষ পর্যন্ত আর আইপিএলে খেলা হচ্ছে না তার।

নিলামে অবিক্রিত থাকলেও  সাকিব ন খেলায় কপাল খুলে গেলো জেসনের। ২ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভেড়ালো কলকাতা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!