২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)। বেলা ১১টার সময় একযোগে সারাদেশের বোর্ডের ফল প্রকাশিত হয়েছে। আর্চার দিয়া সিদ্দিকী জিপিএ-৫ পেয়েছে।
দেশের অন্যতম সেরা আর্চার দিয়া সিদ্দিকী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে তিনি ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে তিনি কৃতিত্বের সাথে পাশ করেন।
দিয়া সিদ্দিকী ২০২১ সালের ২৩ শে মে আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশের বড় বিজ্ঞাপন হয়ে ওঠা আরেকজন আর্চার রোমান সানাকে সঙ্গে নিয়ে ২০২১ সালের আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দল বিভাগে রৌপ্যপদক জয় করেছিলেন। এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। এটি এখন পর্যন্ত আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য।
দিয়াদের বাড়ি নীলফামারী জেলা সদরে। তার বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি।







































