কাতার বিশ্বকাপ

অনুশীলনে লুকাকু, ফিরবেন মরক্কোর বিপক্ষে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১১:৫৪ পিএম
অনুশীলনে লুকাকু, ফিরবেন মরক্কোর বিপক্ষে

বিশ্বকাপের আগে ক্লাব ইন্টার মিলানের জার্সিতে ইনজুরিতে পড়েছিলেন বেলজিয়াম রোমেলু লুকাকু। ইনজুরি নিয়েই সঙ্গী হয়েছেন বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডের। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারলেও মরক্কো ম্যাচের আগে প্রস্তুত লুকাকু।

রোববার (২৭ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামবে বেলজিয়াম। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন তিনি। অনুশীলনে কোনো সমস্যা বোধ না করলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে পুরো সময় খেলবেন না এমনটাই ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের আগে সর্বশেষ ২৯ অক্টোবর ক্লাবের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেছিলেন লুকাকু। এরপর থেকেই ম্যাচ খেললেও ইনজুরি সমস্যায় পুরো সময় তার মাঠে খেলা হয়নি। এই ইনজুরির কারণে, বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে সাইড বেঞ্চে ছিলেন লুকাকু।

লুকাকুর একাদশে ফেরা অনুপ্রেরণার হবে বলে মনে করেন দলের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি। তিনি বলেন, “লুকাকু ফিরলেও আমরা আগের মতোই উচ্চাশা নিয়েই খেলবো। ও অনেকদিন ধরে খেলছে না। মাঠে যতক্ষণ সুযোগ পাবে, ততক্ষণই আমাদের জন্য গোলের আশা থাকবে। তার ফিরে আসাটা আমাদের জন্য অনুপ্রেরণার।”

Link copied!