• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ

এক ফিফটিতে তিন রেকর্ড লিটনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৫:০৮ পিএম
এক ফিফটিতে তিন রেকর্ড লিটনের

ভারতের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই মারকুটে ছিলেন লিটন দাস। ২১ বলেই পৌঁছে যান ক্যারিয়ারের ৮ম হাফ সেঞ্চুরিতে। ভারতের বিপক্ষে এই ফিফটিতেই দুইটি রেকর্ডের দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

বুধবার (২ নভেম্বর) লিটন যখন অর্ধশতক পূর্ণ করেন তখন এবারের বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। এবারের আসরের দ্রুততম ফিফটির মালিক অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেও এটা দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চেই বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

এই দুই রেকর্ডে দুই নম্বরে থাকলেও একটি রেকর্ডে অনন্য লিটন। তার হাঁকানো ছক্কাতেই বাংলাদেশ দল পূর্ণ করে দলীয় অর্ধশতক। বাংলাদেশ দল যখন অর্ধশতক পূর্ণ করে ওই বলেই ব্যক্তিগত অর্ধশতকও পূর্ণ করেন লিটন দাস। তাতে প্রথম ক্রিকেটার হিসেবে একই বলে দলীয় ও ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা প্রথম ক্রিকেটার হন লিটন দাস।

খেলা বিভাগের আরো খবর

Link copied!