• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাবরের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৯:৪৫ এএম
বাবরের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ানের ইনিংসে ভর করে সফরকারীদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দেয় ১০ উইকেটে। 

করাচির জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে (২২ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের জয় ১০ উইকেটে। প্রতিপক্ষের ছুড়ে দেওয়া ২০০ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৩ বল বাকি রেখেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো উইকেট না হারিয়ে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্য নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়েই পার করে।

রিজওয়ান-বাবরের জুটিতে ২০৩ রানের জুটি যেকোনো ফরম্যাটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও রান তাড়ায় ২০০ রানের বেশি এই প্রথম। পাকিস্তান দলের অধিনায়ক বাবরও ফিরেছেন ফর্মে, পেয়েছেন এই ফরম্যাটের দ্বিতীয় সেঞ্চুরি।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫ উইকেটে ১৯৯ রান তোলে। মঈন আলী অপরাজিত ৫৫* ও ডাকেট ৪৩ রান করেন। রান তাড়ায় পাকিস্তানকে হারাতে হয়নি একটি উইকেটও। দুই ওপেনার রিজওয়ান-বাবর জুটি দলকে জয়ের বন্দরে ভেড়ান। বাবর ১১০ রান ও এই সংস্করণের শীর্ষ ব্যাটার রিজওয়ান করেন ৮৮ রান। দুজনই অপরাজিত থেকে দলকে সমতায় নিয়ে মাঠ ছাড়েন। ৩ বল হাতে রেখেই ইংলিশদের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!