অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে দলে রাখেনি নির্বাচকরা। দীর্ঘদিন পর ক্যারিবিয়ানদের জার্সিতে জনসন চার্লসের দেখা মিলবে।
দীর্ঘ পাঁচ বছর জাতীয় দলের আশে পাশেও ছিলেন না জনসন চার্লস। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাকে রেখেছে ক্যারিবিয়ান নির্বাচকরা। এছাড়াও ফিটনেস সমস্যা নিয়ে তোপের মুখে থাকা এভিন লুইস আছেন এই দলে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করেননি আন্দ্রে রাসেল। ধারণা ছিল, হয়তো জাতীয় দলের জার্সিতে খেলতে আগ্রহী নন এই অলরাউন্ডার। তবে পরে ভুল ভেঙে রাসেল জানিয়েছিলেন, নির্বাচকরা ডাকলে আবারো তাকে জাতীয় দলের ডেরায় দেখা যাবে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছন্দহীন এই অলরাউন্ডারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের জন্য বিবেচনা করেনি নির্বাচক। তার মতোই উপেক্ষিত থেকেছেন সুনীল নারিন। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে দেখা মিলেছিল তার।
দল ঘোষণার সময় নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, “আমরা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ বেছে নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ায়, চলমান সিপিএলকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা ভালো খেলছেন তাদের দিকে নজর রেখেছি।”
তিনি আরো যোগ করেন, “আমার মেয়াদের শুরুতে বলেছিলাম যে আমি খেলোয়াড়দের সুযোগ দিতে আগ্রহী। আমি বিশ্বাস করি এটি একটি খুব ভাল দল যা আমরা বেছে নিয়েছি এবং এটি এমন একটি দল যা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের রাউন্ড ওয়ান থেকে সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।”
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক) ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, রেইমন রেইফার, ওডেন স্মিথ।





































