ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে সহ সৌদি আরবের আল-নাসর ফুটবল ক্লাবের সবাইকেই প্রায় ২ কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সএম ব্রান্ডের একেবারে নতুন গাড়ি উপহার দেওয়া হয়েছে।
১৫৫০০০ ইউরো মূল্য প্রতিটি গাড়ির। বাংলাদেশি অর্থে যার দাম ১,৯৫,৭৬,৫০০ টাকা।
সৌদি প্রো লিগের সঙ্গে মধ্যপ্রাচ্যে বিএমডব্লিউ গাড়ির আমদানিকারক মোহাম্মদ ইউসুফ নাঘি মোটরসের রয়েছে আনুষ্ঠানিক কাজের চুক্তি। এই চুক্তিটি ২০২৭ সাল পর্যন্ত চলবে। সেইসঙ্গে এই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি আল-নাসরেরও অফিসিয়াল অংশীদার।
ইউরোপের তারকাসমৃদ্ধ ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইতালির এসি মিলানের সঙ্গে বিএমডব্লিউ-এর অনুরূপ চুক্তি রয়েছে। চুক্তির অংশ হিসাবে, খেলোয়াড়রা বিএমডব্লিউ এর বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি ক্রয়ের ব্যাপারে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। মাঠের তারকাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য যে গাড়িগুলো দেওয়া হয়, পরে সেগুলো তারা নিজের নামে সহজেই লাইসেন্স করিয়ে নিতে পারেন।
আল-নাসর তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘বিলাসিতা ফুটবল তারকাদের সাথেই মানায়। আল নাসরের খেলোয়াড়রা বিএমডব্লিউর সঙ্গেই আছেন।’
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী সুপার তারকা রোনালদো তার নতুন বিএমডব্লিউ চালাতে কতটা সময় ব্যয় করেন, সেটাই দেখার বিষয়।







































