• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

হারল ওয়েস্ট ইন্ডিজ, লাভ বাংলাদেশের


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১১:২৫ এএম
হারল ওয়েস্ট ইন্ডিজ, লাভ বাংলাদেশের

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ষোলো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সেখানে সুপার টুয়েলভে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ। কৃতিত্ব অবশ্য টাইগারদের নয়। ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে বাংলাদেশের সরাসরি মূলপর্বে খেলার সুযোগ সৃষ্টি হলো।

টি-টোয়েন্টিতে আগ্রাসী দল হিসেবেই সুপরিচিত ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার বিশ্বকাপে দলীয় পারফরম্যান্স দিয়ে তেমন সুবিধা করতে পারেনি তারা। আগেই ছিটকে গিয়েছিল সেমি ফাইনালের দৌড়ে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের শেষ নিয়ম রক্ষার ম্যাচেও তারা হেরে যায়। তবে এই পরাজয়ে লাভ হয়েছে বাংলাদেশের।

উইন্ডিজের এই পরাজয়ের ফলে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ উঠে এসেছে ৮ নম্বরে। আর ৮ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়ে উন্নতি হওয়ায় ২০২২ সালের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের প্রথম সারির ৮ দল আসন্ন বিশ্বকাপের সরাসরি মূলপর্ব খেলতে পারবে।
 

Link copied!