নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচের অনন্য এক কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক সিনক্লেয়ার চাপম্যান। হংকংয়ের পর এবার নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি।
ওয়ানডে ইতিহাসে দুই দেশের হয়ে শতক পাওয়া প্রথম ব্যাটার মরগান। দ্বিতীয় এড জয়েস। এই তালিকায় তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন চাপম্যান।
এডিনবার্গে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে সফরকারী নিউজিল্যান্ডের একমাত্র ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ৩০৬ রানে অলআউট হয় স্কটল্যান্ড। স্বাগতিকদের মধ্যে উল্লেখ করার মত রান এসেছে মাইকেল লিয়াস্কের ব্যাট থেকে। এ ম্যাচে ৫৫ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।
স্বাগতিকদের বেঁধে দেয়া রান তাড়া করতে নেমে চাপম্যানের অপরাজিত ১০১ রানে ভর করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় কিউইরা। এর মধ্য দিয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বাইরে ওয়ানডেতে আলাদা দুটি দেশের হয়ে শতক পাওয়া প্রথম ব্যাটসম্যানও হলেন চাপম্যান।
চাপম্যানের জন্ম হংকংয়ে। ২০১৫ সালে দুবাইয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে হংকংয়ের হয়ে অভিষেক হয় তার। ওয়ানডে সংস্করণের সেই অভিষেক ম্যাচেই অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
মা হংকংয়ের এবং বাবা নিউজিল্যান্ডের নাগরিক হওয়ায় দুই দেশেরই নাগরিকত্ব পেয়ে যান চাপম্যান। ২০১৫ সাল থেকেই খেলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। অকল্যান্ড দলে খেলায় ২০১৮ বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বে চাপম্যানকে ছাড়াই দল গঠন করে হংকং।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































