• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্টার্কের বলে উইলিয়ামসনের নতুন রেকর্ড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১০:০২ পিএম
স্টার্কের বলে উইলিয়ামসনের নতুন রেকর্ড 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের আজই পর্দা নামছে। ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুবাইয়ের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু'দল। ম্যাচে যে-ই জয়লাভ করুক, এটাই হবে তাদের প্রথম শিরোপা। অজিরা এর আগে ফাইনালে উঠতে পারলেও শিরোপার স্বাদ পায়নি। অন্যদিকে কিউইদের এটাই প্রথম ফাইনাল।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ মানেই চার-ছয়ের আগ্রাসী ব্যাটিং। বলকে বাউন্ডারি লাইন পার করাটাই ক্রিকেটের তুলনামূলক নতুন সংযোজনের সৌন্দর্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৮ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলতে গিয়ে উইলিয়ামসন মিচেল স্টার্কের বলকে সবচেয়ে বেশি বাউন্ডারি লাইন পার করিয়েছেন। স্টার্কের ১২ বলে ৩৯ রানে উইলিয়ামসনের ৭ চার ও ১ ছয় ছিল।

এর আগে ২০০৯ সালে ক্রিস গেইল ব্রেট লির ১৮ বলে ৪৬ রান করেছিলেন যার মধ্যে ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল। ২০১৪ সালে মাশরাফি মর্তুজার ১৬ বলে ৩৯ রান করেন আহমেদ শেহজাদ যা সাজানো ছিল ৬টি চার ও ২টি ছয়ে।

Link copied!