ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে মে মাসে স্থগিত হয়ে যায় হয়ে যায় আইপিএলের এবারকার আসর। কিন্তু দেশটিতে করোনার পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। ফলে ভারতে আর টুর্নামেন্টটি আয়োজন করা আপাতত সম্ভব নয়। তাই বলে তো আইপিএল তো বাতিল করা যায় না, টুর্নামেন্টটি তো ভারতীয় ক্রিকেটের টাকার কুমির! তাই বিসিসিআই আবার দ্বারস্থ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। স্থগিত আইপিএলের বাকি অংশ আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলিরা।
আমিরাতে সেপ্টেম্বর ১৯ তারিখ থেকে আইপিএলের বাকি অংশ শুরু হতে যাচ্ছে। শুরুর ম্যাচেই মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস।
বাকি আইপিএলের আনুষ্ঠানিক সূচি এরই মধ্যে ঘোষণা করেছে বিসিসিআই। ২৭ দিনে বাকি ৩১ ম্যাচ আয়োজিত হবে। শারজা, দুবাই ও আবুধাবি—এই তিন মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৩টি ম্যাচ হবে দুবাইয়ে, শারজা আয়োজন করবে ১০ ম্যাচ। আটটি ম্যাচ আবুধাবিতে।
দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ার হবে ১০ অক্টোবর। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজিত হবে শারজায়, যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবরে। দুবাইয়ে ১৫ অক্টোবর আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।
এখন পর্যন্ত আট ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচ খেলে পাঁচটি করে জয় নিয়ে এর পরের দুই স্থানে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানরেটে পিছিয়ে থাকার কারণে তৃতীয় স্থানে আছেন কোহলির দল। সাত ম্যাচে চার জয় নিয়ে এর পরের স্থানেই আছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। পরের চার স্থানে আছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।