• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:১৩ পিএম
সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পাঁচ ম্যাচ সিরিজের ম্যাচে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। টাইগারদের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শুভেচ্ছা জানিয়েছেন। 

নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের টার্গেটে নেমে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৩* রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিউই স্পিনার এজাজ প্যাটেল নিয়েছেন দুই উইকেট। 

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। উয়িং ইয়াংয়ের ৪৬ রানে ভর করে ৯৩ রানে অলআউট হয় সফরকারীরা। টাইগার বোলার মোস্তাফিজ ও নাসুম নেন চারটি করে উইকেট। 

সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। 

Link copied!