• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

সিরিজ জিততে তামিমদের প্রয়োজন ২৪১ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:৪১ পিএম
সিরিজ জিততে তামিমদের প্রয়োজন ২৪১ 

হারারেতে চলছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। দুপুর দেড়টায় শুরু হওয়া এ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ান অধিনায়ক ব্রেন্ডন টেইলর। 

টসে জিতলেও তাসকিনের কাছে হার মানতে হয়েছে জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান তিনাশে কামুনহুকামওয়েকে। শুরু থেকেই পিচে ছটফট করতে থাকে তিনাশে। ইনিংসের প্রথম ওভারে তাসকিনের অফস্টাম্পের বাইরের শর্ট বল খেলতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনাশে। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপরের সাফল্য মিরাজের হাত ধরে। নিজের প্রথম ওভারে মিরাজ ফিরিয়েছেন আগের ওভারে দুইবার বেঁচে যাওয়া তাদিওয়ানাশে মারুমানিকে। মিরাজের বল স্লগ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন মারুমনি। দলীয় ৩৩ রানের মধ্য মারুমনির ব্যাট থেকে এসেছিল ১৩ রান। 

দুই উইকেট হারানোর পর রেগিস চাকাবা ও টেইলরের ৪৭ রানের জুটি দলকে এগিয়ে নিচ্ছিল । চাকাবাকে ২৬ রানে বোল্ড করে নিজের প্রথম সাফল্য পান সাকিব। 

এবার টেইলর আউট হলেন অদ্ভুদভাবে। এর আগে একবার হিট আউট থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচতে পারেননি। শরীফুলের শর্ট বল আপারকাট করতে গিয়ে ব্যাটটা ঘুরিয়ে এনেছিলেন পেছনের দিকে। এরপর টিভি রিপ্লেতে দেখা গিয়েছিল স্ট্যাম্পের বেল পড়ে গিয়েছে। ফলে বাধ্য হয়ে ৫৭ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরতে হয় জিম্বাবুয়ে দলটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেইলরকে। 

ডান হাতে মিরাজ চোট পাওয়ায় তার অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মোসাদ্দেক হোসেন। ডিওন মায়ার্স ও ওয়েসলি মাধভেরের জুটিটা যখন চোখ রাঙ্গাচ্ছিল তখনই সাকিব ফিরিয়ে দিলেন ৫৯ বলে ৩৪ রান করা মায়ার্সকে। সাকিবের বল লং-অনে খেলতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন তিনি।

মায়ার্সের আউটের পর মাধভেরে ও সিকান্দার রাজার ৬৩ রানের জুটিতে বড় রানের দিকে যাচ্ছিল জিম্বাবুয়ে। শরিফুলের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাদভেরে। আউটের আগে ৫টি চার ও একটি ছয়ে তিনি করেন দলীয় সর্বোচ্চ ৬৩ বলে ৫৬ রান। লুক জঙ্গুয়াকে মোসাদ্দেকের হাতে ও ব্লেসিং মুজারাবানিকে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে নিজের চার উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। চার উইকেট নিতে শরীফুল খরচ করেছেন ৪৬ রান। 

Link copied!